ক্লাসের সময়সূচী

হিফয বিভাগ :

(ক) ফজরের আযানের ১ ঘণ্টা পূর্ব হতে আযান পর্যন্ত।

(খ) বাদ ফজর হতে সকালের নাস্তা পর্যন্ত।

(গ) সকাল ৮টা হতে সকাল ৯:৩০টা পর্যন্ত। 

(ঘ) এরপর গোসল ও বিশ্রাম (ঘুম) দুপুর ১২টা পর্যন্ত।

(ঙ) দুপুর ১২ টা থেকে যোহরের ছালাতের পূর্ব পর্যন্ত আমুখতা ক্লাস।

(চ) দুপুরের খাওয়ার পর হতে আছরের পূর্ব পর্যন্ত আমুখতা ক্লাস। 

(ছ) বাদ আছর হতে খেলাধূলার সময়ের পূর্ব পর্যন্ত অডিও-ভিডিও ক্লাস।

(ঞ) বাদ মাগরিব হতে এশা পর্যন্ত ক্লাস (সবক)। 

(ট) রাতের খাওয়ার পর ১০টার মধ্যে ঘুমাতে যাওয়া।

কিতাব বিভাগ :

(ক) সকাল ৮টা হতে দুপুর ১২:৩০টা পর্যন্ত।

(খ) অতিরিক্ত ক্লাস (ছোটদের কুরআন ও তাজভীদ শিক্ষা এবং বড়দের ইংরেজি ও আরবী কথোপকথন) বাদ আছর হতে খেলাধূলার সময়ের/মাগরিব আযানের ৪৫ মিনিট পূর্ব পর্যন্ত।