ভর্তির নিয়মাবলী


ভর্তি নির্দেশিকাঃ

ক) প্রতি বছর ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ভর্তি ফর্ম এখন ঘরে বসেই অনলাইনে পুরণ করা যায়। 

খ) মাদরাসার ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

গ) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং আরবি কর্সে লিখিত ও মৌখিক। শিশু শ্রেণি, নূরানী ও হিফয বিভাগে শুধু মৌখিক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

ঘ) লিখিত ও ম্যেখিক পরীক্ষায় আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। 

ঙ) ছাত্রের বয়স ও উ্চ্চতা আবেদনকৃত শ্রেণির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। 

চ) কৃতকার্য ছাত্র বা ছাত্রীদের নির্ধারিত সময়ে ভর্তি হতে হবে। নচেৎ সে স্থানে অন্য ছাত্রকে ভর্তি নেওয়া হবে। 

ছ) অনাবাসিক ভাবে ছাত্রী ভর্তি নেয়া হয়।

জ) নির্ধারিত তারিখের মধ্যে জন্ম সনদ অনুযায়ী নির্ভুল ভাবে ভর্তি ফরম পূরণ করে ২কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি সহ জমা দিয়ে পরীক্ষার প্রবেশ পত্র গ্রহণ করতে হবে।

ঝ) ভর্তির সময় জন্ম নিবন্ধন এর ফটোকপি, নাগরিকত্বের সনদপত্র ও পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের TC, দুই কপি রঙিন ছবি এবং অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, নাগরিকত্বের সনদপত্র ও নির্ধারিত ফি সমূহ জমা দিতে হবে।