আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে অঙ্গীকার করছি যে, অত্র মাদরাসার শিক্ষার্থীদের জন্য নিম্নে আরোপিত সমুদয় শর্ত মেনে চলতে বাধ্য থাকব (ইনশাআল্লাহ্‌)।

শর্তাবলী

  1. দৈনিক পাঁচ ওয়াক্ত স্বলাত মাসজিদে জামাতের সাথে আদায় করতে হবে ।

  2. দ্বীনি শিক্ষার মুল উদ্দেশ্য আল্লাহর সন্তোষ অর্জন। তাই এ শিক্ষাকে শুধুমাত্র প্রার্থীর কল্যাণ অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। 

  3. আল্লাহর ভয়, আখিরাতের স্মরণ ও সুন্নতের পূর্ণ অনুসরণের মাধ্যমে পরিচ্ছন্ন ও উন্নত চরিত্র গঠনে সর্বদা চেষ্টা করতে হবে।

  4. দাড়িকাটা, পায়ের গোড়ালির নীচে পোশাক পরিধান, ধূমপান, নেশাজাত দ্রব্য ব্যবহার, মিথ্যা বলা, চুরি, পরস্পর ঝগড়া-বিবাদ, মারামারি এবং শৃঙ্খলা বিনষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ ও বহিষ্কার যোগ্য অপরাধ।

  5. ইসলামী শরীয়তের সব নিষিদ্ধ কাজ ও যাবতীয় কু-অভ্যাস বর্জন, আমল-আখলাক মার্জিত ও সুন্দর এবং পোশাক-পরিচ্ছদে ইসলামী আদর্শ অনুসরণ করতে হবে।

  6. মাদরাসা বিরোধী কোন অপতৎপরতায় লিপ্ত হওয়া এবং প্রচলিত রাজনীতি, মাদরাসা বিরোধী বা সরকার নিষিদ্ধ কোন দল, সংস্থা ও ব্যক্তির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রাখা যাবে না।

  7. এই মাদরাসার শিক্ষা জীবনে অনুমতি ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হওয়া বা অন্য কোন কাজ করা যাবে না।

  8. সম্মানিত ওস্তাদ মন্ডলীর আদেশ উপদেশ ও নির্দেশ মেনে চলতে হবে এবং তাদের সম্মান ও মর্যাদা বজায় রাখতে হবে।

  9. মোবাইল অথবা যেকোন প্রকার বাদ্যযন্ত্র কাছে রাখা যাবে না, কারো কাছে তা পাওয়া গেলে আর ফেরত দেওয়া হবে না, উপরন্তু তাকে বিচারের আওতায় আনা হবে।

  10. ছুটি বিহীন ১৫ দিন বা এর বেশি সময় অনুপস্থিত থাকা অথবা দুই বা ততোধিক বার ছুটি ব্যতীত মাদরাসা ত্যাগ করা যাবে না, করলে ভর্তি বাতিল হবে।

  11. মাদরাসার যাবতীয় নিয়ম পুরোপুরি মেনে চলতে এবং এর উন্নতি ও সমৃদ্ধির জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।

  12. ক্লাস চলাকালীন সময়ে ও প্রতিষ্ঠান সকল অনুষ্ঠানে অবশ্যই মাদরাসা পোশাক পরিধান করতে হবে।

  13. প্রতি মাসের বোর্ডিং ফি মাস শুরুর পূর্বে, মাসিক ফি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে এবং অন্যান্য ফি সমূহ নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

  14. মাদরাসার কোন সম্পদ যেমনঃ চেয়ার, টেবিল, ব্রেঞ্চ, সুইচ, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি নষ্ট করলে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।

  15. কখনো মাদরাসার নিয়ম পরিপন্থি কোন আবেদন করা যাবে না।

  16. মাদরাসা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো শিক্ষার্থী মাদরাসা ত্যাগ করতে চাইলে মাদরাসা থাকাকালীন যেসব অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে তা অবশ্যই ফেরত দিয়ে মাদরাসা ত্যাগ করতে হবে।

  17. বার্ষিক পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হতে হবে।

  18. এই ফরমে উল্লেখিত নিয়মাবলী ছাড়াও আবাসিক-অনাবাসিক সকল নিয়ম পালন করতে হবে।

  19. ফরমে বর্ণিত কোন শর্ত ভঙ্গের কারণে মাদরাসা কর্তৃপক্ষ নোটিশ ছাড়াই শিক্ষার্থীকে টি. সি. প্রদান করলে কোন আপত্তি করা যাবে না।


আমি উপরোক্ত নিয়মাবলী পড়ে, বুঝে, সজ্ঞানে ও স্বেচ্ছায় সম্মতি পোষণ করলাম।