# মাদরাসা ক্লাশ চলাকালীন সময়ে ও মাদরসার সকল অনুষ্ঠানে মাদরাসার পোশাক ব্যবহার বাধ্যতামূলক।
# প্রতি মাসের বোডিং ফি মাস শুরুর পূর্বে, মাসিক বেতন ১-১০ তারিখের মধ্যে বেতন ও অন্যান্য ফি সমূহ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
# ছুটি বিহীন পূর্ণ একমাস অনুপস্থিত থাকলে অথবা তিন বা ততোধিকবার ছুটি ব্যতিত মাদরাসা ত্যাগ করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
# নিম্ন বর্ণিত অপরাধের কারণে টি.সি. প্রদান করা হবে।
* সরকার বা মাদরাসা কর্তৃক নিষিদ্ধ কোন দল বা সংস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে।
* বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে।
* শিক্ষক মহোদয়ের সাথে বেআদবী মূলক আচরণ করলে অথবা মাদরাসার কোন নিয়ম ভঙ্গ করা অভ্যাসে পরিণত হলে।
# নির্ধারিত তারিখে বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধ করতে হবে।
# মাদরাসার স্বার্থে যে কোন নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
# প্রতিষ্ঠানের কোন সম্পদ নষ্ট হলে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
# ক্লাশ, পরীক্ষা, প্রাত্যহিক রুটিন অশোভনীয় আচরণ ইত্যাদি যে কোন বিষয়ের নিয়ম লঙ্গন করলে সে ব্যপারে নির্ধারিত বিধান অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
# যে কোন বিষয়ে মাদরাসার সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।