শিক্ষার্থীর অবশ্য পালনীয়

অনাবাসিক শিক্ষার্থীর অবশ্য পালনীয়

১. মাদরাসা দিক নিদের্শনা অনুযায়ী পড়া-লেখা করতে হবে।

২. আযান হলে যাবতীয় কাজ ও কথা বাদ দিয়ে সালাতের পূর্ণ প্রস্তুতি সহ মাসজিদে গিয়ে সুন্নাহ, ফরয অতঃপর মাসনুন আযকার ও সুন্নাহ সালাত যথাযথভাবে আদায় করতে হবে।

৩. উস্তাদ, কর্মচারী ও বড়দের সাথে নম্র ও ভদ্রতা মূলক আচরণ করতে হবে। কখনো পরস্পরে ঝগড়া ও মারামারি  করা যাবে না।

৪. অনুমতি ছাড়া অন্যের জিনিস গ্রহণ অথবা ব্যবহার করা যাবে না।

৫. মোবাইল সহ যাবতীয় বাদ্য যন্ত্র কাছে রাখা শিক্ষার্থীর জন্য সম্পূর্ন নিষিদ্ধ। কোন শিক্ষার্থীর কাছে এমন কিছু পাওয়া গেলে তা আর ফেরত দেয়া হবে না।

৬. বিরতির সময় ছাড়া অন্য কোন সময়ে খেলাধুলা করা যাবে না।

৭. দাড়ি কাটা, মুন্ডন করা, গোড়ালির নিচে পোশাক পরা এবং আটো-সাটো ও কুরুচীপূর্ণ পোশাক পরিধান করা নিষিদ্ধ।

৮. প্রতি মাসের বেতন সে মাসের এক থেকে দশ তারিখের মধ্যে এবং অন্যান্য ফি নির্ধারিত সময়ে প্রদান করতে হবে।

৯. ভর্তি ফরমের  সকল শর্তাবলী মেনে চলতে হবে।

১০. কখনো মাদরাসার নিয়ম পরিপন্থী কোন অনুরোধ ও আবেদন করা যাবে না।

১১. সব সময় বিশুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলতে হবে এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কেউ দূর্ব্যবহার করলে নিজে এর প্রতি উত্তর না করে কর্তব্যরত উস্তাদকে অবহিত করতে  হবে।

১২. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে মাদরাসায় প্রবেশ করানো এবং নিজেদের মাঝে কোন কিছু ক্রয়-বিক্রয় করা যাবে না।

১৩. মাদরাসায় আসার সময়, ক্লাসের সময় ও অনুষ্ঠানের সময় মাদরাসার পোশাক ও আই. ডি. কার্ড ব্যবহার বাধ্যতামূলক।

১৪. ছুটি বিহীন অনুপস্থিত হলে প্রথম ১ দিনের জন্য ৫০/= টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৩০/= টাকা হারে জরিমানা দিতে হবে।

১৫. অসুস্থতা, গুরুতর সমস্যা ও পারিবারিক অনাকাঙ্খিত দূর্ঘটনা ইত্যাদি কারণে নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত অসম্ভব মনে হলে অভিভাক ফোনে শ্রেণি শিক্ষককে জানাবেন। অত:পর মাদরাসা এসেই অধ্যক্ষ বরাবর শ্রেণি শিক্ষকের স্বাক্ষর সম্বলিত আবেদনের মাধ্যমে ছুটি নিতে হবে। নচেৎ জরিমানা হবে।

১৬. একাধিক বার ছুটিবিহীন অনুপস্থিত হলে শিক্ষার্থীর সাথে অভিভাবককে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে।

১৭. শরীর, পোশাক-পরিচ্ছদ ও দাঁত সব সময় পরিষ্কার এবং চুল ও নখ ছোট রাখতে হবে।

১৮. কাগজ, উচ্ছিষ্ট ও ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে বারান্দা বা ক্লাস রুমে রাখা ঝুড়ি অথবা আবর্জনা ফেলার নির্ধারিত জায়গায় ফেলতে হবে।

১৯. প্রতিষ্ঠান বন্ধ থাকলেও টিউশন ফি প্রদান করতে হবে।

২০. ছুটি ছাড়া ১৫ দিনের অধিক সময় অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

২১. মাদরাসার কোন জিনিস নষ্ট করলে তার ক্ষতি পূরণ দিতে হবে।

২২. রাষ্ট্রবিরোধী যেকোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ।

২৩. নিম্ন বর্ণিত অপরাধের কারণে পূর্ব নোটিশ ছাড়াই টি.সি প্রদান করা হয়, তাই এ ধরনের কাজ থেকে সবসময় দূরে থাকতে হবে।

  • এই প্রতিষ্ঠানের শিক্ষা জীবনে মাদরাসা স্বার্থ বিরোধী কোন অপ-তৎপরতা অথবা কোন সংগঠনের সাথে কোন রকম সম্পর্ক রাখলে।

  • ছুটিবিহীন অনুপস্থিতি অভ্যাসে পরিণত হলে।

  • বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে।

  • পরীক্ষায় অসুদুপায় অবলম্বন করলে। 

  • শিক্ষক মহোদয়ের সাথে বেআদবী করলে।

  • মাদরসার কোন নিয়ম একাধিকবার ভঙ্গ করলে। 

  • পরস্পর মারামারি, চুরি ও অসামাজিক কাজের সম্পৃক্ততা প্রমাণিত হলে।

২৪. মাদরাসার স্বার্থে যে কোন নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

২৫. যে কোন বিষয়ে মাদরাসার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। 


আবাসিক শর্তাবলী

১. এ প্রতিষ্ঠানে আসার মূল উদ্দেশ্য পড়া-লেখা। তাই সব সময় পড়া-লেখাতে ব্যস্ত থাকার চেষ্টা করতে হবে।

২. পরিপূর্ণ ভাবে প্রাত্যহিক রুটিনের অনুসরণ করতে হবে। অহেতুক অন্যরুম, পাকঘর অথবা এখানে সেখানে ঘুরা ফিরা ও গল্প করে সময় নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. আযান হলেই সবধরনের কাজ ও কথা বাদ দিয়ে সালাতের পূর্ণ প্রস্তুতি সহ মাসজিদে গিয়ে সুন্নাহ, ফরয অতঃপর মাসনুন আযকার ও সুন্নাহ সালাত যথাযথভাবে আদায় করতে হবে।

৪. উস্তাদ, কর্মচারী ও বড়দের সাথে নম্র ও ভদ্র আচরণ করতে হবে। কখনো পরস্পরে ঝগড়া ও মারামারি  করা যাবে না।

৫. অনুমতি ছাড়া অন্যের জিনিস গ্রহণ অথবা ব্যবহার করা যাবে না।

৬. মোবাইল সহ যে কোন বাদ্য যন্ত্র ব্যবহার করা অথবা কাছে রাখা যাবে না। কারো কাছে এমন কিছু পাওয়া গেলে তা ফেরত দেয়া হবে না, উপরন্ত তাকে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে।

৭. খেলাধুলার নির্ধারিত সময় ও স্থান ব্যতীত অন্য সময় ও স্থানে খেলা-ধুলা নিষিদ্ধ।

৮. ছাত্রদের দাড়ি কাটা বা মুন্ডন করা, গোড়ালির নিচে পোশাক পরা, সেন্ডোগেঞ্জি, শার্ট, রঙ্গিঁন প্যান্ট,আটো-সাটো ও কুরুচীপূর্ণ পোশাক সম্পূর্ণ নিষিদ্ধ।

৯. প্রতি মাসের বোডিং ফি মাস শুরু পূর্বে, মাসিক বেতন সে মাসের এক থেকে দশ তারিখের মধ্যে এবং অন্যান্য ফি নির্ধারিত সময়ে প্রদান করতে হবে।

১০. এ ফরম ও ভর্তি ফরমের শর্তাবলী এবং আবাসিক নিয়মাবলী প্রত্যেক আবাসিক ছাত্রের মেনে চলা আবশ্যক।

১১. প্রত্যেক আবাসিক ছাত্রের সাথে অভিভাবক শুধুমাত্র মাসের ১ম ও ৩য় শুক্রবার সকাল ৮ টা থেকে ১১ টা এবং বেলা ২ টা থেকে বিকাল ৫টার মধ্যে সাক্ষাৎ করতে পারবেন।

১২. প্রত্যেক অভিভাবককে ভোটার আইডি কার্ডের ফটোকপি, নাগরিকত্বের সনদপত্র, তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং ১টি মোবাইল নম্বর মাদরাসায় জমা দিতে হবে। (বিশেষ প্রয়োজনে উক্ত নম্বর দিয়ে নির্ধারিত সময়ে ছাত্রদের জন্যে ব্যবহৃত নম্বরে ফোনে যোগাযোগ করতে পারবেন)।

১৩. নিজ পরিবারের কারো মৃতুজনিত কারণ ছাড়া সপ্তাহের মাঝে বা যখন-তখন ছুটি নেয়া যাবে না।

১৪. নতুন আবাসিক ছাত্রকে প্রথম মাসে বৃহস্পতিবার সালাতুয যোহর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত (প্রায় ২৮ ঘন্টা), দ্বিতীয় বার ১৫ দিন পর বৃহস্পতিবার পূর্বের ন্যায় অতঃপর এক মাস পর পর বৃহস্পতিবার উল্লেখিত পন্থায় ছুটি দেয়া হবে। তাই সন্তানকে কোন অনুষ্ঠানে নিতে  চাইলে উপরোক্ত পন্থা খেয়াল রেখে অনুষ্ঠানের দিন ধার্য্য করতে হবে।

১৫.  রাষ্ট্র বিরোধী কোন সংগঠনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রাখা চলবে না।

১৬. কখনো মাদরাসার নিয়ম পরিপন্থী কোন আবেদন বা অনুরোধ করা যাবে না।

১৭. প্রতিষ্ঠান বন্ধ থাকলেও টিউশন ফি প্রদান করতে হবে।

১৮. মাদরাসার কোন জিনিস নষ্ট করলে তার ক্ষতি পূরণ দিতে হবে।

১৯. কখনো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মাদরাসা ত্যাগ করতে চাইলে, মাদরাসা থাকাকালীন গৃহীত সুবিধার পূর্ণ মূল্য প্রদান করা বাধ্যতা মূলক।

২০. নিম্ন বর্ণিত অপরাধের কারণে পূর্ব নোটিশ ছাড়াই টি.সি প্রদান করা হয়, তাই এ ধরনের কাজ থেকে সবসময় দূরে থাকতে হবে।

  • এই প্রতিষ্ঠানের শিক্ষা জীবনে মাদরাসা স্বার্থ বিরোধী কোন অপ-তৎপরতা অথবা কোন সংগঠনের সাথে কোন রকম সম্পর্ক রাখলে।

  • ছুটিবিহীন অনুপস্থিতি অভ্যাসে পরিণত হলে।

  • বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে।

  • পরীক্ষায় অসুদুপায় অবলম্বন করলে। 

  • শিক্ষক মহোদয়ের সাথে বেআদবী করলে।

  • মাদরসার কোন নিয়ম একাধিকবার ভঙ্গ করলে। 

  • পরস্পর মারামারি, চুরি ও অসামাজিক কাজের সম্পৃক্ততা প্রমাণিত হলে।

  •  ছুটি ছাড়া মাদরাসা সীমানার বাইরে যাওয়া অভ্যাসে পরিণত হলে।

২১. কোন শর্ত ভঙ্গের অপরাধে আবাসিকতা অথবা মাদরাসা থেকে বহিষ্কার হলে কোন প্রকার আপত্তি গ্রহণ যোগ্য হবে না।