বিভাগ সমূহ
নূরানী বিভাগ : এ বিভাগে ১বছরে ক্বায়দা, তাজবীদ সহ কুরআন মাজিদ শিক্ষা, সূরা যুহা থেকে সূরা নাস পর্যন্ত (২২টি) সূরা, আল্লাহর নাম, নিত্য প্রয়োজনীয় মাসায়েল, মাসনূন দু’আ মুখস্ত ও আদব শিক্ষা ও আরবি হাতের লেখা শেখানো হয়।
হিফয বিভাগ : তাজভীদ সহ তারতীলের সাথে তিন থেকে চার বছরের মধ্যে পূর্ণ কোরআন হিফয করা। তবে মেধা অনুসারে সময় কম ও বেশী লাগতে পারে।
আরবী ভাষা শিক্ষা কোর্সঃ যে সমস্ত ছাত্র বাংলা, ইংরেজি ও গণিতে ভালো হওয়া সত্বেও আরবি না জানার কারণে এ প্রতিষ্ঠানে পড়া লেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাদের আরবিতে পারদর্শী করে মাদ্রাসায় পড়ার উপযোগী করে তোলার লক্ষ্যে এক বছর মেয়াদী আরবী ভাষা শিক্ষা কোর্সের সু-ব্যবস্থা রয়েছে।
কিতাব বিভাগ : মাদরাসার নিজস্ব পাঠ্যতালিকা অনুযায়ী শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। যা কুরআন, হাদীস, তাওহীদ, ফিকহ, আরবী সাহিত্য, নাহু, সরফ, উসূলে হাদীস, উসূলে ফিকহ, সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডেও পাঠ্যপুস্তকের বাংলা, ইংরেজী, গণিত, সমাজ ও বিজ্ঞান উক্ত পাঠ্য তালিকার অর্ন্তভুক্ত।
বালিকা শাখাঃ ইসলামিক পরিবার ও সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অপরিসীম। তাই কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে যোগ্য মা তৈরীর লক্ষ্যে সম্পূর্ণ ইসলামী শরীয়াহ মোতাবেক অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা এ শাখায় শিশু থেক নবম শ্রেণি পর্যন্ত অনাবাসিক ভাবে পাঠদানের ব্যবস্থা রয়েছে।