হাইরোড সংলগ্ন সবুজ, শ্যামল উন্মুক্ত ও মনোরম পরিবেশে মাদরাসাটি অবস্থিত।
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদাহ ভিত্তিক নতুন ধারার শিক্ষা ব্যবস্থা।
ছাত্রদের মেধার সাথে সামঞ্জস্যপূর্ণ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত উন্নত পাঠ্য সূচীর ভিত্তিতে পাঠ দান।
সর্বোচ্চ সংখ্যক ক্লাশ গ্রহণ এবং আরবী, বাংলা, ইংরেজি ও গণিত লিখা-পড়া ও কথোপকথনে বিশেষ গুরুত্বারোপ।
ছাত্রদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে অবসর সময়ে ব্যক্তিগত অধ্যয়নের জন্য পাঠাগার ও কম্পিউটার শিক্ষার সু-ব্যবস্থা।
ছাত্রদের প্রতিভা বিকাশ ও বাহ্যিক যোগ্যতা অর্জনে নিয়মিত সাপ্তাহিক ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা।
উচ্চ ডিগ্রীধারি যোগ্য, অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক মন্ডলীর দ্বারা পাঠদান।
শ্রেনিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ছাত্রকে শিক্ষাবৃত্তি প্রদান।
শিক্ষক মন্ডলীর সার্বক্ষনিক উপস্থিতিতে আবাসিক ছাত্রদের সার্বিক তত্বাবধায়নের ব্যবস্থা।
সি সি ক্যামেরার মাধ্যমে প্রতিঠানের সার্বিক বিষয় তত্বাবধানের ব্যবস্থা।
মাদরাসার প্রাত্যহিক রুটিনের ভিত্তিতে দৈনিক ২৪ ঘন্টা কাজে লাগিয়ে উপকার সাধনের সু-ব্যবস্থা রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা, সাউদি আরব এর সাথে মুয়াদালা (নিবন্ধন) কৃত প্রতিষ্ঠান।