সভাপতির বাণীঃ মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারীর বিভিন্ন অঞ্চল হতে আগত বহু শিক্ষার্থী দ্বীনি ও সাধারণ শিক্ষা গ্রহণ করে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা দ্বীনি ও সাধারণ শিক্ষাদান কর্মসূচি পরিচালিত হয়। প্রতিবছর ইবতেদায়ী ও জে.ডি.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঠাকুরগাঁও জেলায় ১ম স্থান লাভ করে। ওয়েব সাইট সংযোজনের ফলে শিক্ষাদান কর্মসূচি আরও বেশি ফলপ্রসূ হবে। বর্তমানে যুব সমাজের নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে সঠিক শিক্ষার মাধ্যমে উত্তম চরিত্র গঠনে প্রচেষ্টা চালিয়ে আসছে। অবশেষে আমি প্রার্থনা করি আল্লাহর অশেষ কৃপায় সঠিক ধর্ম বিশ্বাস ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।