ভর্তি পরীক্ষা হওয়ার পর করণীয়:
১. ফলাফল দেখতে হবে এই লিঙ্কেঃ admission.madrasatulhuda.com
২. কৃতকার্য হলে, আপনার মোবাইলে প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে (a.madrasatulhuda.com ) লগইন করুন।
৩. তারপর যে ফরমটি পাওয়া যাবে সেটি নিম্ন লিখিত কাগজপত্র দিয়ে যথাযথভাবে পূরণ করুন। ১)শিক্ষার্থীর মাদরাসার পোশাক পরিহিত ছবি, ২)শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের স্ক্যান কপি, ৩)শিক্ষার্থীর নাগরিকত্ব সনদ, ৪)অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, ৫)অভিভাবকের নাগরিকত্ব সনদ ও ৬)অভিভাবকের ছবি।
৪. কাগজপত্র সমূহ জমা দেয়ার পরে, ফি প্রদান করুন। ফি প্রদান করা সম্পন্ন হলে আপনার ভর্তি সম্পূর্ণরুপে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
৫. ভর্তির সময়: ১-১-২৬ থেকে ৩-১-২৬ পর্যন্ত। বিলম্ব ফি সহ ৫-১-২৬।  

অনাবাসিক ফী(জানুয়ারি মাসের বেতন সহ):-
শিশু থেকে ৪র্থ: ৩৭৫০টাকা এবং ৫ম থেকে কুল্লিয়া: ৩৮৫০টাকা 

আবাসিক ফী(জানুয়ারি মাসের বেতন সহ):-
৩য় থেকে ৪র্থ ও আরবি ভাষা শিক্ষা কোর্স(ছোট): ৬৪৫০টাকা এবং ৫ম থেকে কুল্লিয়া ও আরবি ভাষা শিক্ষা কোর্স(বড়): ৬৫৫০টাকা।

তথ্য কেন্দ্রঃ ০১৭৮৪৭১৪৫১৪(আবু কালাম)
ভর্তি হতে সমস্যা হলেঃ ০১৩০২৬২৬৫৩১(ইঞ্জিনিয়ার)

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাহ উপর। আদর্শ শিক্ষা মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। আত্মবিশ্বাস ও কোমল বৃত্তির পরিস্ফুটন এবং জীবনের সকল সমস্যা সমাধান ও উন্নয়নের দিক দর্শন। সুতরাং একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল সমাজের জন্যে যুগোপযোগী ইসলাম ভিত্তিক সুশিক্ষায় আত্মপ্রত্যয়ী আলোকিত মানুষের কোন বিকল্প নেই। যারা শোষণ দূর্নীতি কুসংস্কার ও অপসংস্কৃতি মুক্ত এবং মানবীয় গুণাবলীতে অলংকৃত হয়ে উন্নত দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করার মাঝেই উভয়কালীন সফলতা  অর্জনের সর্বাত্মক চেষ্টা চালাবে। তাই এ মহান লক্ষ্যে ঈমানী চেতনাও সামাজিক দায়বদ্ধতার তাগিদে কতিপয় সচেতন জনহিতৈষী উদ্দ্যোগী দ্বীনদার ব্যক্তির মাধ্যমে আল্লাহর ইচ্ছায় গড়ে উঠে ইসলাম ও আধুনিকতার সমন্বিত ব্যতীক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “মাদরাসাতুল হুদা আল-ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ”।

আমরা মুসলিম হিসেবে সন্দেহাতীতভাবে বিশ্বাস করি যে, উভয়কালীন সুখ, শান্তি ও সফলতা লাভের একমাত্র পথ কুরআন ও সহীহ সূন্নাহর পরিপূর্ণ অনুসরণ। কিন্ত আল্লাহর রাসূল (সাঃ) থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন বাতিল ফিরকা ও ফিৎনা বৃদ্ধির পাশাপাশি যোগ্য দ্বীনি আলেমের অপ্রতুলতার কারণে, বাতিল পন্থিদের কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও গলাবাজির কাছে সরলমনা সাধারণ মুসলমানগণ প্রতারিত ও পথভ্রষ্ট হচ্ছে। তাই আজ কুরআন, সুন্নাহ ও বিশুদ্ধ আকীদানয় দক্ষ ও হক্কানী আলেমের বড়ই প্রয়োজন। যারা নির্ভেজাল দ্বীনি জ্ঞানের আলো দিয়ে মানুষকে হিদায়াতের পথ দেখাবেন।

এ প্রয়োজন পূরণে প্রচেষ্টার অংশ হিসেবে আল্লাহর ইচ্ছায় কিছু একনিষ্ঠ মুসলিম ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও আপনাদের আন্তরিক সহযোগীতায় ঠাকুরগাঁও জেলায় গড়ে ওঠে কুরআন, সহীহ সূন্নাহ ও আধুনিকতার ছোঁয়ায় আলোকিত মানুষ তৈরির ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, মাদরাসাতুল হুদা আল-ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ। যা দক্ষ নিষ্ঠাবান শিক্ষকমন্ডলী এবং শিক্ষানুরাগী অভিজ্ঞ পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টায় অতি অল্প সময়ের ব্যবধানে নূরানী, হিফয, আরবী ভাষা শিক্ষা কোর্সের সাথে কিতাব বিভাগের বালিকা শাখা কুল্লিয়া উলা এবং বালক শাখা কুল্লিয়া সানি শ্রেণিতে উন্নিত হয়েছে এবং উভয় শাখায় আবাসিকের সুব্যবস্থা রয়েছে। বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় এক হাজার আটশত।